জুলাই অভ্যুত্থানের শহীদ স্মরণে মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৯:০৩ অপরাহ্ন
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর বিমানবন্দর থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং নববর্ষ প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্প ও প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা এ.টি.এম. ফাহিম, সিলেট মহানগরের প্রকাশনা বিষয়ক উপদেষ্টা এনামুল ইসলাম এনাম, অন্যতম উপদেষ্টা ডা. তানভীর আহমদ মিয়াদ, বিমানবন্দর শাখার পরিচালক হিফজুর রহমান মারুফ, সহকারী পরিচালক লুৎফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বিমানবন্দর থানার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মেডিকেল সেবা প্রদান করা হয় ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। বিজ্ঞপ্তি