এই মুহূর্তে দেশে ঐক্যের বড় প্রয়োজন: ফখরুল
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৭:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে দেশে ঐক্যের বড় প্রয়োজন। এই ক্রান্তি কালে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম জংশন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রান্তিকাল পার করছে। একটা ফ্যাসিবাদ বাংলাদেশকে শেষ করে দিয়েছে। আমরা ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। অত্যাচার করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিন্তু হাসিনা ভারতে গিয়ে দিল্লিতে বসেও ষড়যন্ত্র করছে। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী। কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু, এটা ভুল।’