৩১৯ বস্তা চোরাই চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৪:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে ফের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চিনির চালান আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানে জড়িত ২জনকে আটক করা হয়। মঙ্গলবার সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরান থানাপুলিশ। এর বাজারমূল্য আনুমানিক ১৯ লাখ টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্র জানিয়েছে, মঙ্গলবার শহরতলীর দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি টের পায় পুলিশ। পরে পুলিশ ৩০ ফুট বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। ৩০ ফুট বালুর মূল্য ৯০০ টাকা এবং জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)।