গোয়াইনঘাট মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৬:১৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডার রয়েছে। তেমনী একটি সংস্কৃতি হচ্ছে পিঠা উৎসব। তরুণ প্রজন্মকে এ সম্পর্কে অবহিত করতে হবে।
তিনি বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বখত, সাধারণ সম্পাদক মাসুদুল আলম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খাঁন, বিএনপি নেতা ডাঃ আজির উদ্দিন ও তরুন সংঘের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ছাড়াও স্থানীয় এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিদ্যালয় মাঠে বিভিন্ন রকমের পিঠা তৈরী করা হয়। বিজ্ঞপ্তি