দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২:০৩:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট থেকে বন্ধুদের সাথে সুনামগঞ্জ বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক প্রাণ হারিয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাইয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ইমন আহমদ (২৪)। সে গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের প্রথম পুত্র।
এ ঘটনায় শাওন আহমদ নামের আরেক যুবক আহত হয়েছেন। সে নুরুপাড়া গ্রামের সাদেক আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সুনামগঞ্জে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে কয়েজন বন্ধু কয়েকটি মোটসাইকেল নিয়ে যাত্রা করেন। যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে কুচাইয়ে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এসময় তার মোটরসাইকেলে থাকা শাওন আহমদও আহত হয়। তাৎক্ষণিক অপর বাইকে থাকা বন্ধুরা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।