ঘাসিটুলা থেকে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর লামাপাড়া ঘাসিটুলা থেকে ১৭ পিস ইয়াবাসহ রোমান মিয়া নামে একজনকে আটক করার দাবি করেছে পুলিশ। শুক্রবার বিকালে এসএমপির কোতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির একটি দল তাকে আটক করে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এসএমপির মুখপাত্র এবং অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।