সিকৃবিতে মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৪:৫৩ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন একুশের চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে দেশ গড়ায় মনযোগী হতে হবে। এসময় তিনি আরো বলেন সর্বস্তরে মাতৃভাষা বাংলার প্রচলন নিশ্চিত করতে হবে। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদ্যাপন কমিটির আয়োজনে শহিদ স্মরণ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে আমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা স্মরণে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিতে সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, দপ্তর প্রধানসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রভাত ফেরি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহীর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। বিজ্ঞপ্তি