জৈন্তায় জমি সংক্রান্ত বিরোধে হামলা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৯:২২ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত পরিবারের উপর হামলা, বাড়িঘর ভাংচুর, নগদ টাকা, আসবাবপত্র লুটপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দখলে হুমকির অভিযোগ উঠেছে ভূমি খেকু চক্রের সদস্য আব্দুল মতিনের বিরুদ্ধে।
জৈন্তাপুর মডেল থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টায় জৈন্তাপুর উপজেলা ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামে ঘুমন্ত পরিবারের উপর হামলা চালায় ভূমি খেকু পরিবারের সদস্য আব্দুল মতিন বাহিনী। এসময় হামলায় হামলায় ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন কেন্দ্রী গ্রামের আব্দুল্লাহ মিয়ার স্ত্রী জাকিয়া বেগম (৩০), নুনু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩০), নুনু মিয়ার ছেলে আলী হোসেন (১৩), মৃত আনছার মিয়ার স্ত্রী আজিরুন নেছা (৩৫)। এই ঘটনায় আমিরুন নেছা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন হতে বিরোধ চলছে। আসছে। এর আগেও একাধিকবার এই পরিবারের উপর হামলা করেছে ভুমি খেকু চক্রের সদস্য কেন্দ্রী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল মতিন (৪৫), আব্দুল মতিনের ছেলে রায়হান আহমদ (২০), জুবেল আহমদ (৪৫), মৃত আবুল কালামের ছেলে রুবেল আহমদ (২২), রইছ উদ্দিনের ছেলে ছইফুল ইসলাম (৩০), আব্দুল মতিনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৬) সহ অন্যরা। অজ্ঞাত ব্যাক্তিদের নিয়ে রাত ২টায় হামলা করে। হামলায় বাড়ী ঘর ভাঙচুর চালায়, এবং আসবাবপত্র সহ নগদ টাকা পয়সা লুট করে । বর্তমানে তাদের একটি ছোট মুদির দোকান দখলের হুমকী দিচ্ছে। তাদের বিরুদ্ধে অসহায় এই পরিবার বাংলাদেশ সেনাবাহিনীর সেনা ক্যাম্প জৈন্তাপুরে অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে ঘুমন্ত পরিবারের উপর হামলা করেছে। ঘটনার সময় পরিবারের উপর হামলার চিৎকার পেয়ে স্থানীয় গ্রামবাসী এগিেেয় এসে হামলাকারীদের কবল হতে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলমগীর হোসেন বলেন, রাতের অন্ধকারে ঘুমের মধ্যে শিশু, বৃদ্ধ ও যুবতী মহিলা কেউই বাদ যায়নি, ইচ্ছামতে মারধর করেছে। ঘর দোয়ার ভেঙ্গে নিয়ে গেছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ন্যাক্কার জনক ঘটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ২১শে ফেব্রুয়ারী গভীর রাতে হামলার ঘটনায় আহতরা জৈন্তাপুর মডেল থানায় এসেছে। আমি দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।