মৌলভীবাজারে ইট ভাটায় অভিযানে জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৩:১২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর’র সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম’র উদ্যোগে ও জেলা প্রশাসন’র ব্যবস্থাপনায় মৌলভীবাজার সদর উপজেলার যদুর অলহা গ্রামের মেসার্স রেইনবো ব্রিকস’র বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কার্যালয় জানায়, ভাটার লাইসেন্স হালনাগাদ না থাকার কারণে ওই ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ইটভাটার মালিকের অনুরোধে সকল সরকারি লাইসেন্স আগামী ২ সপ্তাহের মধ্যে হালনাগাদ করার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে লাইসেন্স হালনাগাদ না করলে কিলন ভেঙ্গে দেওয়া হবে বলে সতর্ক করা হয়। ভাম্যমানা আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু। এসময় সার্বিক সহযোগীতা করেন সদর থানার পুলিশ সদস্য ও জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র ফায়ার ফাইটাররা ।