নির্বাচন ১০ মাস পরে দিলেও বিএনপি ২৫০ আসনের মধ্যেই থাকবে : নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৫:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন- কাল যদি নির্বাচন দেয় বিএনপি আড়াইশো সিটের ওপরে পাবে, ১০ মাস পরে দিলেও বিএনপি আড়াইশো সিটের মধ্যেই থাকবে। অন্য কোন ‘প্রিন্স’ দলের কথায় নির্বাচন পিছাবে না। নির্বাচনে কার দৌড় কতো দেশের মানুষ জানেন। শুক্রবার রাত দশটায় মৌলভীবাজার পৌর বিএনপির একটি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরওযার মজুমদার ইমনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম, বকসি মিসবাহুর রহমান,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো.আয়াছ আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।