খেলার মাঠ থেকে মসজিদ পর্যন্ত দলীয়করণ করেছিল হাসিনা সরকার : জি কে গউছ
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৭:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, দলকানা আওয়ামী স্বৈরশাসকের দলীয়করণের মধ্য দিয়ে খেলার মাঠ থেকে মসজিদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে দলীয় করণ ছিল না। এখন সেই স্বৈরাচার হাসিনার যুগের অবসান ঘটেছে। সারা বাংলাদেশে গ্রামে-ইউনিয়নে উপজেলা জেলা পর্যায়ে বিভাগীয় শহরে আমাদের এই তরুণ সমাজকে মাঠমুখি করার জন্য বিভিন্ন ক্লাব সংগঠন এমন উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্টের সফল বিপ্লবের পরে তারেক রহমান সারা বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিকে প্রসমিত করার জন্য আমাদের যুবসমাজকে মাদক এবং বখাটেপনা থেকে বিরত রাখার জন্য দলীয়ভাবে খেলাধুলাকে উৎসাহিত করে যাচ্ছেন। শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সুজানগর ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
বড়লেখা সুজানগর ইউনিয়ন খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে চূড়ান্ত খেলায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য স৩চিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহুর রহমান, আব্দুল হাফিজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মেহিত ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।