সিলেটে সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৮:৫৫ অপরাহ্ন
সিলেটে সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ক সেমিনার শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড সিলেটের আয়োজনে ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ।
ফাউন্ডেশনের সভাপতি রাকিব আল মাহমুদের সভাপতিত্বে ও মাশরুব মাহমুদ পরশ এবং রেজাউল করিম মুরাদের যৌথ পরিচালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সম্পাদক ও সাংবাদিক হুসাইন আহমদ সুজাদ। উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি