বড়লেখায় মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৯:০২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বড়লেখা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বড়লেখা পৌরসভা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিশুদের চিত্রাংকন, ছড়া ও কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন প্রমুখ।