মহানগর শ্রমিক কল্যাণের মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৫:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকে জামিল আহমদ রাজু বলেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন সহ সকল আন্দোলনে শ্রমিকরা অগ্রগনী ভূমিকা পালন করেছে। শ্রমিকের বাদ দিয়ে দেশের ইতিহাস কোনভাবেই পূর্ণাঙ্গ হবেনা। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ভাষা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মোঃ রাসেলের পরিচালনায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সহ সভাপতি কফিল উদ্দিন আলমগীর, সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার প্রমুখ। বিজ্ঞপ্তি