কোম্পানীগঞ্জে অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫০:৩৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সরকারের অনুমতি ব্যতীত অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে মতবিনিময় সভা করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। বিভিন্ন শ্রেণির মানুষদের নিয়ে শনিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে বিভিন্ন পরামর্শ দেন এবং বৈধভাবে সরকারের রাজস্ব আদায়ের মাধ্যমে বালু পাথর উত্তোলনের ব্যবস্থার কথা বলেন। এ সময় জানানো হয় বৈশাখের আগে ভোলাগঞ্জ ও উৎমা পাথর কোয়ারি লিজ দেওয়া হবে। তাছাড়া সংরক্ষিত এলাকা ভোলাগঞ্জ বাংকার ও শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধ করতে এর সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতেও বলেন বক্তারা।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক জসিমুল ইসলাম আঙ্গুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, সদস্য এমরান আলী, সাংবাদিক সোহেল রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তুরাব, প্রেস এন্ড মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন ইমাদ, আবুল আলা সিদ্দিকী প্রমুখ।