ছাতকে শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৪:০৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার বেরাজপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী উপহার প্রদান উপলক্ষে শনিবার বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।
ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাতক উপজেলার যুগ্ম আহবায়ক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মহি উদ্দিন, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও এর সুপার হাফিজ মাওলানা জাকির হোসেন, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব বকুল, সৈদেরগাঁও ইউপি মেম্বার জনাব হোসাইন আহমদ লনি। বক্তব্য রাখেন সমাজসেবী মাওলানা এমরান আহমদ, আজিম উদ্দিন প্রমুখ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জাতির ভবিষ্যত কর্ণধার কোমলমতি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী ও নৈতিক চরিত্র গঠন করে আলোকিত বড় মানুষ হয়ে নিজেদেরকে সমাজ, দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে।