প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৬:৪৮ অপরাহ্ন
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির অভিষেক ও আগামীর কর্ম পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশীদ হারুনের সভাপতিত্বে ও এডভোকেট জাহেদুল হক জাবেদ আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কার্যক্রমের সাফল্যের ধারাবাহিকতায় প্যাসিফিক ক্লাব একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী সংগঠন। প্যাসিফিক মেধাবৃত্তি, সিলেটকে পর্যটন নগরী ঘোষণা এবং যেকোনো দুর্যোগে আর্ত-মানবতার সেবায় ক্লাবের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটি, সিলেট জেলা ও মহানগর কমিটির নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নবগঠিত সদস্যদের প্রতি আহবান জানান এবং নতুন নতুন প্রজেক্ট গ্রহণের দিকনির্দেশনা দেন।
প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, বিভাগীয় স্পেশাল জজ আদালত সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুজিবুর রহমান, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক, সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক চীফ রিপোর্টার মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স পরিচালক আব্দুর রহমান রিপন, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক নজমুল হক, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সাবেক সভাপতি মোঃ আসাদুল হক আসাদ।
কেন্দ্রীয় কমিটির ধর্ম সম্পাদক হাফিজ মাওলানা বাহাউদ্দীন আরমান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর।
বক্তব্য রাখেন, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জেলা সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, জেলা সেক্রেটারি সাইফুল আলম শিপন, মহানগর সেক্রেটারি শামসুল আলম, ইঞ্জিনিয়ার মোঃ হাসান তালুকদার সোহেল। উপস্থিতি ছিলেন, কেন্দ্রীয় সহ সভাপতি, মোহাম্মদ শিহাব উদ্দিন, হাজী আলমগীর হোসেন, এডভোকেট ইসরাফিল আলী, সুহেল রানা, ফখরুজ্জামান ওয়াসিম, সৈয়দ রাহুল আহমেদ, শেখ কাইয়ুম আলী, মোঃ হাসান পিকে, আমিরুল ইসলাম, মোফাজ্জল হোসেন বাদল, মুজাহিদ চৌধুরী, আইন সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক বশির আহমদ রায়হান, জসিম উদ্দিন, সাহান আহমদ, মামুনুর রশীদ,মিজানুর রহমান মিজান, ইলিয়াস মেম্বার, শামীম আহমদ, সহ-সাংগঠনিক শাহিদ আলী, বদরুল আলম শাকিল, কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাজিমুদ্দিন নাজিম, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আশিক উদদীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ আহমদ, প্রচার সম্পাদক কৃতিশ তালুকদার, মাস্টার আমিনুর রশিদ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন সাহান, মনজুর আহমদ, আব্দুস সামাদ, জিহাদুল আলম জিহাদ, আজিয়াপুর রহমান শাহিদ, মিজানুর রহমান সামু, রুহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি