জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৯:৩৪ অপরাহ্ন
জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৩ইং ও ২০২৩-২৪ ইং বৎসরের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি গঠন করা হয়। সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন প্রধান কার্যালয়ে গত ৬ ফেব্রুয়ারি এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মো. আব্দুল মুকিত জাকারিয়া, সদস্য সচিব মোঃ সাহাব উদ্দিন, সদস্য জাকারিয়া আহমদ, মোঃ নিজাম উদ্দিন ও সলিল বরন দাশ। আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন জটিলতা নিরসন এবং এসোসিয়েশনের আরো বিবিধ সমস্যা সমাধান করে একটি সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব দেয়া হয়।
দায়িত্বপ্রাপ্তির পর আহবায়ক কমিটির প্রধান মো. আব্দুল মুকিত জাকারিয়া এসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এছাড়া জালালাবাদ গ্যাস কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের গঠনতন্ত্র ধারা নং ৫-ক অনুযায়ী একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।