জালালাবাদ কলেজে আইসিটি ফেস্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৭:২৮ অপরাহ্ন
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আইসিটি ফেস্ট আয়োজন করে সিলেটের জালালাবাদ কলেজ। এ উপলক্ষে গতকাল শনিবার কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আইসিটি কম্পিটিশন এর আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে ও আইসিটি বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ মিজান ও ইফতেখার আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ব্রোক্স ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ড. লবিব আহমদ চৌধুরী। এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরী। প্রধান অতিথি বলেন, সত্তরের দশকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রথম আমি কম্পিউটার দেখি। জালালাবাদ কলেজের আইসিটি ফেস্টে আমি এসেছি শেখার জন্য। তিনি সকল শিক্ষক-শিক্ষার্থীর উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে এন্ড্রয়েড ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জ্যামিতি বক্স সহ প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের সহকারী অধ্যাপক আয়েশা বেগম। বিজ্ঞপ্তি।