গোয়াইনঘাট তোয়াকুলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২০:৫৪ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, যুবসমাজ আমাদের দেশের সম্পদ। জাতি তাদের দিকে থাকিয়ে আছে। তাদেরকে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। যুবসমাজকে ঐক্যবদ্ধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা লায়ন্স কিংস ফুটবল ক্লাব আয়োজিত স্থানীয় ঘোড়ামারা পূর্ব মাঠে অনুষ্ঠিত মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ক্লাবের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সিলেট সিটি করপোরেশন প্রশাসনিক কর্মকর্তা মখলিসুর রহমান রনি, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক শওকত আলী, ব্যাংক কর্মকর্তা হারুনুর রশিদ, বিএনপি নেতা এনাম আহমেদ, যুবদল নেতা রুবেল আহমেদ মেম্বার ও যুব নেতা নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী জনতা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি