মুন্সিপাড়ায় তাফসির মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৩:৫৯ অপরাহ্ন
সিলেটের মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দশম তাফসিরুল কুরআন মাহফিল ধর্মপ্রাণ মুসলমানদের বিপুল উপস্থিতির মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার মাহফিলটি অনুষ্ঠিত হয়, যেখানে দেশবরেণ্য ইসলামি ব্যক্তিত্বগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তাফসিরুল কুরআন মাহফিলে যৌথভাবে সভাপতিত্ব করেন মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, মুন্সিপাড়া জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ডাঃ মহিউদ্দিন আহমদ, মুন্সিপাড়া মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আমিন আলী।
প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী, বয়ান পেশ করেন শাহজালাল দরগাহ জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ও দাঈ রাজকীয় সৌদি দূতাবাস শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান আল-মাদানী, শাবিপ্রবির ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগের সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মুন্সিপাড়া জামে মসজিদের ইমান ও খতিব মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ।
তাফসিরুল কুরআন মাহফিলে বক্তারা বলেন, তরুণ সমাজকে ইসলামি শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে। তারা যদি কুরআনের শিক্ষা গ্রহণ করে, তাহলে কোনো মাদকাসক্তি, অপরাধ বা ভ্রান্ত পথে পরিচালিত হবে না। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশনা দেয়। যারা কুরআনের শিক্ষা মেনে চলে, তারা কখনো পথভ্রষ্ট হয় না। বর্তমান সমাজে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার একমাত্র সমাধান হলো কুরআনের শিক্ষা বাস্তবায়ন করা। বক্তারা আরো বলেন, ইসলামকে শুধু নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ রাখে, তারা ইসলামকে পুরোপুরি বোঝেনি। একজন সত্যিকারের মুসলমানের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য, পারিবারিক জীবন, সমাজ পরিচালনা-সব ক্ষেত্রেই ইসলামি শিক্ষার প্রতিফলন থাকতে হবে। মহানবী (সা.) বলেছেন, ‘আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি-কুরআন ও সুন্নাহ। তোমরা যদি এগুলো মেনে চলো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না।’ আমাদের উচিত নবীজির এই নির্দেশনা অনুসরণ করা এবং ইসলামের মূল শিক্ষায় ফিরে আসা।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম মাদানী। আবুল হাকিম চৌধুরীর উপস্থাপনায় ওয়াজ উপস্থিত ছিলেন, শেখ মো. বাবুল, আবুল রফিক চৌধুরী লিমনসহ মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাফসিরুল কুরআন মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করে দিশারী শিল্পী গোষ্ঠী সিলেট।
শেষে মুশিপাড়া পঞ্চায়েত কমিটি ও মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকাবাসী ও সকল ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের ইসলামিক মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। আখেরী মোনাজাত শেষে সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি