যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সারাদেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্যে ছিল একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো আলাদাভাবে এসব অনুষ্ঠান বাস্তবায়ন করে থাকে। এসব অনুষ্ঠানে বক্তারা একুশের চেতনায় একটি বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বলেন, ৫২ থেকে ২৪ সকল আন্দোলনই ছিল বৈষম্যের বিরুদ্ধে। ১৯৫২ সালে তৎকালিন শাসকগোষ্ঠীর ভাষা বৈষম্যের বিরুদ্ধে দেশ মাতৃকার গর্বিত সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষার স্বাধীনতা প্রতিষ্ঠা করেছেন। ৭১ সালে পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিজয় নিশ্চিত হয়। ২৪ সালে বাক স্বাধীনতা ও অধিকারের জন্য ছাত্র-জনতা জীবন দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে।
রাত ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। ভোরে প্রভাতফেরি ও সকালেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, সিলেট প্রেসক্লাব, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, শুক্রবার ভোরে একুশের গানের সুরে প্রভাতফেরি করে সম্মিলিত নাট্য পরিষদ। খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নেন সংগঠনের সদস্যরা। প্রভাত ফেরিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।