ভাষা শহীদ স্মরণে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলী
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫৯:১৭ অপরাহ্ন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। শুক্রবার সকাল ৯টায় সিলেট শহীদ মিনারে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যরা, উপদেষ্টা বৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের ভিত্তি রচনা করে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম পাঠ, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ সুগম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের মূল ভিত্তি ভাষা আন্দোলনের চেতনায় নিহিত। বাংলাদেশী জাতীয়তাবাদ শুধু একটি রাজনৈতিক আদর্শ ছিল না, বরং এটি দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশীদ মামুন (চাকসু)।উপদেষ্টা সুরমান আলী, মামুন রশিদ, এড. কামাল হোসেন যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, এড. মোমিনুল ইসলাম মোমিন, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ ও এড. আসলাম মুমিন, তাসনিম শারমিন তামান্না, সাহিদুল হক সুহেল, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, হেলাল উদ্দিন আহমদ, নুরুল আমিন দুলু, আব্দুল মুমিন ছইল, সুলতানা রহমান দিনা, জাহেদ আহমদ, আব্দুস সামাদ তুহেল, আজমল আলী, সাদেক আহমদ, ময়নুল ইসলাম, নুরুল ইসলাম, আলী আকবর রাজন, সামসুল ইসলাম ফয়সাল, ময়নুল ইসলাম অপু চৌধুরী, রাসেল আহমদ, রাজু আহমদ, ফয়সাল আহমদ, অপু সুলতান, জামাল আহমেদ জুমন, ফখরুল ইসলাম, জাভেদ আহমদ, এম রহমান নোমান, আহমেদ রাজা, আব্দুস সামাদ লয়লু, নাছিম আহমদ, শাহ অলীদ, রাসেল আহমদ, জুবায়ের আহমদ শিমুল, রেকল আহমদ, লায়েছ আহমেদ, নাঈম আহমদ, ইমরান হোসেন, সুহেল আহমদ, রাজু আহমেদ, রিফাত আহমেদ, জমির আহমেদ, মিজানুর রহমান, রাভেল আহমেদ ও আব্দুল রহিম নাদিল প্রমূখ। বিজ্ঞপ্তি