গোয়াইনঘাটে বজ্রপাতে নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩০:৩৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: এ বছরের শুরুতেই গোয়াইনঘাটে বজ্রপাতে বিপ্লব বড়ুয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ৬নং ফতেপুর ইউপির গোলনি চা বগানে। ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান।বিকেল ৪ টায় উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানানো হয় শুনেছি বজ্রপাতে আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।