এহিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩১:৫৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রোববার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক খালেদ খান ও শাহিনুল ইসলামের পরিচালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এখলাছুর রহমান, ফয়জুল ইসলাম চৌধুরী, নুরুল হক খান, তাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মাস্টার ময়নুল হক, সাদিকুর রহমান চৌধুরী, শাহানা ইয়াসমিন, শিক্ষক বাবুল আক্তার, শাহিনুর রহমান ও আব্দুল মালিক প্রমুখ। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাইমা জামান চৌধুরী, লিখন পাল। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।