মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে উদ্ধুদ্ধ করতে হবে: ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৩:৪৪ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের আমীর ও শাহজালাল ইয়ুথ ফোরাম মহানগরের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশপ্রেমিক যুবসমাজ আমাদের সম্পদ। জাতির সকল অর্জনে যুব সমাজের ত্যাগ রয়েছে। ২৪-এর জুলাই বিপ্লবেও যুব সমাজের সীমাহিন অবদান রয়েছে। সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে সৎ, দক্ষ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক বাংলাদেশ বিনির্মাণে আর্তমানবতার কল্যাণে কাজ করার জন্য তাদেরকে উদ্ধুদ্ধ করতে হবে।
তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের জাতির কান্ডারী। তাদের সুন্নাতে খৎনা সময়মতো দেয়া অভিভাবকদের নৈতিক দায়িত্ব। অনেকেই অসচ্ছলতার কারণে সময় মতো খৎনা দিতে পারেন না। তাই সামর্থবানদের সুন্নাতে খৎনার মতো মহৎ কাজে পৃষ্ঠপোষকতা দেয়া উচিত। এক্ষেত্রে শাহজালাল ইয়ুথ ফোরামের ফ্রি খৎনা ক্যাম্প মহৎ উদ্যোগ। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি শনিবার বিকেলে মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহজালাল ইয়ুথ ফোরামের উদ্যোগে নগরীর কোতোয়ালী থানার ১নং ওয়ার্ডের পায়রা এলাকায় শিশুদের খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। যুবনেতা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল ইয়ুথ ফোরামের উপদেষ্টা মাওলানা আব্দুল মুকিত, মুহাম্মদ আজিজুল ইসলাম ও পারভেজ আহমদ। ক্যাম্পের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা ও সমাজসেবী নিয়াজ মোঃ আজিজুল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পায়রা সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারী আব্দুর রহমান দুূদু, সমাজসেবী রাজু চৌধুরী, ইফতেখার আহমদ, মোয়াজ্জেম আহমদ, খিজির আহমদ, যুবনেতা কামরুজ্জামান, তাহমীন কোরেশি, ইসহাক আহমদ জহির ও সুজন প্রমুখ। ফ্রি খৎনা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ২০ জন অসচ্ছল শিশুকে খতনা, নতুন কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়। বিজ্ঞপ্তি