মালয়েশিয়ায় লরির ধাক্কায় বাংলাদেশীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৮:০৫ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় মুআর-ইয়ং পেং সড়কে এক বাংলাদেশী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এক লরির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুয়ার জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় সকাল ৬.৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ বছর বয়সী ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় পত্রিকা সিনার হারিয়ান পুলিশের বরাত দিয়ে এসব খবর দিয়েছে তবে সেই বাংলাদেশীর পরিচয় জানা যায়নি।