সিলেট সোসাইটির বর্জ্য পরিস্কার কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৬:১৯ অপরাহ্ন
সিলেট সোসাইটির উপদেষ্টা অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সুরমা নদী আমাদের প্রাণ। এই নদীকে দূষণমুক্ত রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আজকের এই কর্মসূচি শুধু নদী পরিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রোববার সকালে ‘সিলেট সোসাইটি’র উদ্যোগে নগরীর আলী আমজদ ঘড়ির সামনে থেকে কালিঘাট পর্যন্ত সুরমা নদীর তীরে দূষণীয় পলিথিন ও বর্জ্য পরিস্কার কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সিলেট সোসাইটি’র সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা করিম শিকদার এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপদেষ্টা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী।
কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, সংগঠনের উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ ও এডভোকেট সালেহ চৌধুরী।
উক্ত কর্মসূচির মাধ্যমে সুরমা নদীর তীরে জমে থাকা পলিথিন ও বর্জ্য পরিষ্কার করা হয় এবং জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হয়। বিজ্ঞপ্তি