নগর জমিয়তের শপথ গ্রহণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২১:৪৮ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর নবনির্বাচিত ২৫, ২৬ ও ২৭ সনের কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান শনিবার রাত ৯ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়েখ জিয়াউদ্দিন।
সিলেট মহানগর জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা মুখলিসুর রাহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের অন্যতম সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান। আর বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাবেক সভাপতি মাওলানা খলিলুর রহমান, উত্তর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জি, উত্তর জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী প্রমুখ।
নবগঠিত কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি যথাক্রমে মাওলানা নিজামুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফখরুজ্জামান, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা আব্দুল্লাহ নেজামী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হাফিজ আহমদ কাবির আমকুনী, মাওলানা মুখতার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন ও মাওলানা হাফিজ আহমদ সগির। সহ-সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা জুবের আল মাহমুদ, মুফতি মাওলানা মতিউর রহমান, মাওলানা হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমদ, অর্থ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ। সাহিত্য সম্পাদক মাওলানা হাসান আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাওলানা শুয়াইব আহমদ। সমাজসেবা সম্পাদক এডভোকেট রেজাউল হক। শ্রম বিষয়ক সম্পাদ মাওলানা তায়িবুর রহমান, পাঠাগার সম্পাদক মাওলানা মাহদী হাসান, স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের। সদসবৃন্দ হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহমান শাজাহান, মাওলানা কবির আহমদ, মাওলানা জাহিদ আহমদ চৌধুরী, হাফিজ কবির আহমদ, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুল গফুর প্রধান, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আবু মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা ফয়জুল বারী, মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শরিফ উদ্দিন মাওলানা হোসাইন আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি