সাবেক এসএমপি কমিশনারসহ ৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩১:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার এবং বর্তমানে এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফসহ পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আরিফ ছাড়া বাকি ৩জন হলেন- নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও ডিআইজি আমেনা বেগম।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. আব্দুল কুদ্দুছ আমিন (বিপি-৭১৯৮০১০০৫২), ডিআইজি, নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত-কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
অন্যদিকে এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও ডিআইজি আমেনা বেগমকে ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তারা সবাই বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।