বটেশ্বরে ১৮ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শহরতলীর শাহপরান থানাধীন বটেশ^র জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল সংলগ্ন রাস্তা থেকে শুক্রবার বিপুল ভারতীয় শাড়ী, ক্রিম, মেহেদি ও গোস্তদানা আটক করা হয়। এসময় চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত একটি বড় ট্রাক জব্দ করা হয়।শনিবার রাতে এর সত্যতা নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শাহপরানা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল সংলগ্ন রাস্তায় একটি বড় ট্রাক আটক করে তল্লাশী চালায়। এসময় ট্রাক থেকে বিভিন্ন ধরণের ভারতীয় শাড়ী, ক্রিম, মেহেদি, গোস্তদানা উদ্ধার করে ও ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামের আব্দুস সালাম মোল্লার পুত্র সালমান মোল্লা (২৪) ও একই জেলার কোতোয়ালী থানার মিরকি গ্রামের অচিন্ত কর্মকারের পুত্র প্রকাশ কর্মকার (২০)। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৮ লাখ টাকা।
আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।