গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণে কাহের শামীমের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০:২৬ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন মেনে নেবে না। জাতীয় নির্বাচনে যে দল জয়লাভ করবে, তারাই স্থানীয় নির্বাচনসহ অন্য নির্বাচন পরিচালনা করবে। অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতির সামনে নির্বাচন দিন ধার্য করে ঘোষণা দিতে হবে। জাতির স্বার্থবিরোধী ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড জনগণ রুখে দিবে। তারেক রহমানের নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে জনগণের রায় পেতে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে।
তিনি রবিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। তিনি ঢাকা দক্ষিণ বাজার ছাড়াও আশপাশের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন। এসময় উপজেলা ও ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, হাসান ইমাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, শাহ জামাল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, সাংগঠনিক সম্পাদক মাস্টার রিপন আহমদ, সাবেক সহ-সভাপতি এম সিরাজুল ইসলাম, মহানগর বিএনপির নেতা অজি মোহাম্মদ কাওছার, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ আহমদ চৌধুরী সুমন, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য কয়েছ আহমেদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তোফায়েল আহমেদ সুমেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক সুহেদ আহমদ, উপজেলা ছাত্রনেতা আবু বকর, মোস্তাক আহমদ ও জহিরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি