বড়লেখায় মেধাবী শিক্ষার্থীদের অনুদান
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৪:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম গাংকুল দক্ষিণভাগ আয়োজিত ‘যথাযথ আইন প্রয়োগই দুর্নীতি দমনে পর্যাপ্ত ভুমিকা পালন করতে পারে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় জুড়ী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের বিতার্কিক দলকে হারিয়ে বিজয়ী হয়েছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বিতার্কিক দল।
রোববার রতুলিস্থ জামাল কমপ্লেক্সে ব্যতিক্রমী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক হাসিনা বেগম।
রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের সিনিয়র সদস্য কৃপাময় পালের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মুহাম্মদ আব্দুস সাত্তারের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থী অনুদান বিতরণের সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলু আলী, সিলেট জালালাবাদ কলেজের সহকারি অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সবুর, অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, অধ্যক্ষ মো. জহির উদ্দিন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহেদা আক্তার, অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা প্রমুখ।