জকিগঞ্জে তপশীল অফিস পুনর্বহালের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৫:৩৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন থেকে তপশীল অফিস বীরশ্রীতে স্থানান্তর করার প্রতিবাদে ও আগের স্থানে পুনর্বহালের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকাল ৩ টায় স্থানীয় চৌধুরীবাজারে ৩নং কাজলসার ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কামালপুর গ্রামের মুরব্বী মাওলানা আব্দুর রহীম কামালীর সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল মালিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, রাজনীতিবীদ চেরাগ আলী, লুৎফুর রহমান ও সাজিদুর রহমান সাজু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩নং কাজলসার ইউনিয়ন কমপ্লেক্সে অবস্থিত তপশীল অফিসের মাধ্যমে স্থানীয় হাজার হাজার মানুষ যুগ যুগ থেকে সেবা পেয়ে আসছেন। এটি বীরশ্রীতে স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বেন। তাই যেকোন মূল্যে এটির স্থানান্তর বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।