হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৮:৪৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৪০তম মেধাবৃত্তি বিতরণী রোববার সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মেজর (অব.) নাজিম উদ্দীন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউসেফ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর উবায়দুর রব, পূবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক কুতুব উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতি জকিগঞ্জের সভাপতি আব্দুস শহীদ তাপাদার, কানাইঘাটের সচিব হারুন আহমদ। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পার্থ বৈষ্ণব, আবির, মাইশা জান্নাত রিচি, ইমরানা ফেরদৌস বৃষ্টি। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান নাজিম উদ্দীন মজুমদার। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ্ এর প্রিন্সিপাল অবঃ লেঃ কর্নেল মুনির আহমদ কাদেরী, শিবগঞ্জের প্রিন্সিপাল প্রানবন্ধু বিশ্বাস, দক্ষিণ সুরমার প্রিন্সিপাল নাজমুল বারী জামালী, মেজরটিলা ক্যাম্পাস এর প্রিন্সিপাল মোঃ ফয়জুল হক, পাঠানটুলা গার্লস কলেজের প্রিন্সিপাল আব্দুল আজিজ, স্কলার্সহোম প্রিপারেটরী স্কুল পাটানটুলার ভাইস প্রিন্সিপাল জেবুন নেসা জীবন।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক হালিম আহমদ, গীতা পাঠ করেন প্রতিভা নিবাসের শিক্ষার্থী অনন্যা দাস ঐশী।