জুড়ীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০৩:০৪ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খাঁনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খাঁনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাবুল সূত্রধর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি খোরশেদ আলম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খাঁন বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশে যে উন্নত জাতের ফসলগুলো আমরা চাষাবাদ করছি এগুলো সমন্ধে প্রত্যন্ত অঞ্চলের কৃষকের জানানো ও শিখানো। পাশাপাশি আমরা উপজেলার সকল কৃষকদের একত্রিত করে কৃষির প্রতি আগ্রহ বাড়ানোর মাধ্যমে অনাবাদী জমি গুলো চাষের আওতায় নিয়ে আসা।