সিলেট থেকেই পিলখানা হত্যাকান্ডের বিচারের আওয়াজ তুলতে হবে: মিফতাহ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০১:২৩ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ যখনই মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে ঠিক তখনই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। পিলখানা ট্রাজেডিতে নিহত সেনা অফিসাররা ছিলেন বাংলাদেশের সম্পদ, তাই তাদেরকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। পিলখানা হত্যাকা-ের তদন্তে যারা ছিলেন তাদের তদন্ত রিপোর্ট জনসম্মুখে আনতে হবে। এই হত্যাকা-ের সাথে জড়িত অনেকেই পালিয়ে দেশের বাইরে অবস্থান করছে। তাই সবাইকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। সিলেট থেকেই এর আওয়াজ তুলতে হবে।
তিনি বলেন, এই সিলেট থেকেই বাংলাদেশের সকল ন্যায্য দাবী দাওয়া আদায়ের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিলো। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের সুচনা সিলেট থেকেই হয়েছে। প্রয়োজনে পিলখানার নারকীয় হত্যাযজ্ঞের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা সিলেট থেকে আন্দোলনের সুচনা করবো।
তিনি রোববার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’র উদ্যোগে পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
বাচিকশিল্পী শিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে ও যুব সংগঠক রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ‘আলোর অন্বেষণ’র সভাপতি সাজন আহমদ সাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান আকবর হোসেন চৌধুরী, শিক্ষাবিদ ছয়ফুল আলম হায়াত, সিলেট লেখক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী, কবি ডা. মাশুকুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী, সিলেট মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক, কবি বেলাল আহমদ চৌধুরী, এডভোকেট মুহাম্মদ আব্দুল হাফিজ, মহানগর যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান, কবি নাজমুল আনসারী, সাংবাদিক সংগঠক এএইচ আরিফ, গাঙচিল সাহিত্য পরিষদ সভাপতি জগলুল হক, জসিম বুক হাউস সত্ত্বাধিকারী জসিম উদ্দিন, আলোর অন্বেষণ সহ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমন, সমাজকর্মী শাহ মহসিন আহমদ, সাংবাদিক জুবের আহমদ সার্জন, যুব সংগঠক আবুল বশর সাকু আহমদ, পরিমল পাল ও জুনেদ আহমদ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের কাছে পিলখানা ট্রাজেডির সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করেন। বিজ্ঞপ্তি