দোয়ারায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৭:০২ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: আলোকিত মানুষ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। প্রাথমিক শিক্ষা-ই উচ্চ শিক্ষার মূল ভিত্তি। শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকেরা নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।
সোমাবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুস শহিদ মাস্টারের মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দোয়ারাবাজার উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও এডহক কমিটির সভাপতি দীন মোহাম্মদ’র সভাপতিত্বে এবং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দেব’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর সুধীর চন্দ্র শীল, ইউএসএআইডি’র এসো শিখি প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর মোঃ আজিমুল হক, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা মাহমুদ, মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বক্তব্য রাখেন নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রূপা রানী রায়, ইউপি সদস্য আব্দুর রউফ, অভিভাবক খলিল নূর, মাওলানা আব্দুল জব্বার, একেএম ফজলে এলাহী, আনোয়ার হোসেন, মইনুল ইসলাম, লায়েক মিয়া, সাংবাদিক আশিস রহমান, মুনতাহা ফেরদৌস স্নেহা প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রহিম প্রমুখ।