আসমা নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৪:৪০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এই ফাউন্ডেশন শুধু দান-সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দীর্ঘ ১৯ বছর যাবত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শুধু সরকার বা একটি সংগঠনের পক্ষে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি সোমবার বিকেল ৩টায় দক্ষিণ সুরমার লাউয়াইস্থ এলাকায় আসমা নূর ওয়েলফেয়ার ফাউ-েশন ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজান মাস উপলক্ষে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রবাসী আবু বক্করের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকির পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, বিএনপি নেতা মওদুদুল হক মওদুদ, সাইফুদ্দিন আহমদ ইকবাল, মুজিবুর রহমান মুজিব, মাসুক আহমদ, মহানগর বিএনপির নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, মহানগর যুবদলের সহ সভাপতি মো. জামাল উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুস সামাদ ফাহিম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সজিবুর রহমান, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সবুর রাসেল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাছুম, মাসুক আহমদ, সায়মন কবির, রাজন, মাসুক। খাদ্য বিতরণ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। বিজ্ঞপ্তি