হকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শুরু
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৮:৩৯ অপরাহ্ন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিষ্টার-১ এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সোমবার শুরু হয়েছে। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
প্রভাষক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় ওরিয়েন্টেশন আয়োজনে বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আমীন, সহকারী প্রক্টর ড. মোঃ আবুবকর সিদ্দীক, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা মোঃ আবু তালহা, অস্থায়ী ছাত্রী হলের প্রভোষ্ট ডাঃ জাকিয়া সুলতানা কলি, মোছাঃ নুসরাত জাহান পেখম, মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিফা জামান, অভিভাবক প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, অধ্যাপক মোঃ হারুনুর রশীদ, কৃষি অনুষদের নবাগত শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস, মাৎস্যবিজ্ঞান অনুষদের নবাগত শিক্ষার্থী মোঃ আজমীর, প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের নবাগত শিক্ষার্থী কানিজ ফাতেমা, কৃষি অনুষদের নবাগত শিক্ষার্থী মুস্তাক আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ নাজমুস সাকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা সীমাবদ্ধতা থাকা সত্তেও এখানের শিক্ষার্থীদের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের শিক্ষকবৃন্দের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নবাগত শিক্ষার্থীদের উচিত হবে সৎ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠার অঙ্গীকার করা।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন আয়োজনে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নবাগত শিক্ষার্থীদের জন্য ‘সফল যারা কেমন তারা’ আয়োজনে আলোকিত অতিথি হিসেবে যোগ দিবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ মো: আকতারুজ্জামান। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের জন্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও অনুষদীয় ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।