সিলেটে সমতায় তারুণ্য প্রকল্পের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৯:২০ অপরাহ্ন
সিলেটে চার বছর মেয়াদী ‘সমতায় তারুণ্যঃ ইয়ূথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জাগো ফাউন্ডেশন ট্্রাস্ট এর সিলেট ডিভিশনাল ইয়ূথ কো-অর্ডিনেটর আয়েশা পারভীনের সভাপতিত্বে ও ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটর মাসুমা মরিয়ম এর পরিচালনায় অবহিতকরণ সভায় আলোচনায় অংশ নেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জি. এম. ফারুক।
অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সিলেট জেলা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, সিলেটের যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক মোঃ আমিনুজ্জামান চৌধুরী।
প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের কর্মকর্তার আসিফ মাহমুদ। অবহিতকরণ সভায় সিলেটের যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা, খুলনা, রংপুর এবং বরিশাল বিভাগে প্রকল্পটি আত্মপ্রকাশ করে এবং একই বছরের নভেম্বরে জাতীয়পর্যায়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি