লুৎফুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩২:১১ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি :
সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা বলেছেন, বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠে এবং শিক্ষার্থীদের মধ্যে মেধার বিকাশ ঘটে।
তিনি মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার বারহাল লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ট্রাষ্টের সহ সভাপতি শাহান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাষ্টের সচিব সাদিক আহমদ চৌধুরীর পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সহ সভাপতি এখলাছুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, সাদিক আহমদ তাপাদার, মাস্টার নিজাম উদ্দিন, মাহমুদুল হক, সাফায়েত রশিদ চৌধুরী।