জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মিফতাহ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৬:২৭ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই জাতি গড়ার কারিগরদের মূল্যায়ন ব্যতিত সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। একটি জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আর শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। শিক্ষকগণ হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকতা হচ্ছে পৃথিবীর প্রাচীন পেশাগুলোর একটি। ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শিক্ষকদের ভূমিকা অনন্য।
তিনি মঙ্গলবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে সিলেট নগরীর পীরমহল্লাস্থ গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ফয়েজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক সোহেল ও নাসির উদ্দিন রহিম, ছাত্রদল অর্গানাইজেশন (ইউরোপ) শাখার সাবেক সভাপতি আবু জাফর রাসেল, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক সুয়েব ফিরোজ মুন্না, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রানী তালুকদার, শিউলি আক্তার, তামান্না পারভিন, আয়েশা বেগম, পীর মহল্লা পঞ্চায়েত কমিটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, মহানগর বিএনপির সাবেক সদস্য শফিকুর রহমান টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম মিয়া, সামাদ হোসেন, গৌছ আলম, মাহবুব আহমদ, লিটন দেবনাথ, জসীম উদ্দীন,এমদাদুল ইসলাম মিজান, আনহার মিয়া, রেজাউল করিম, সাজু আহমেদ কালাই, সেলিম আহমদ ও বাদশা আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি