শাবিতে নিয়োগ-পেনশন সংক্রান্ত অনিয়ম তদন্তে তথ্য সংগ্রহ শুরু
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৪:৩৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিগত সময়ের নিয়োগ, প্রমোশন, আপগ্রেডেশন এবং পেনশন সংক্রান্ত অনিয়মের তদন্তে তথ্য সংগ্রহ শুরু করেছে প্রশাসন। এ বিষয়ে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-রেজিস্ট্রার ও অনিয়ম তদন্ত কমিটির সদস্য সচিব মো. আমিনুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শাবিপ্রবিতে বিগত সময়ে নিয়োগ, প্রমোশন, আপগ্রেডেশন এবং পেনশনসহ বিভিন্ন অনিয়ম ঘটেছে, যা বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, অর্ডিন্যান্স, চাকুরি বিধিমালা ও নীতি-নৈতিকতার পরিপন্থী। এসব বিষয়ে তদন্ত ও সুপারিশ প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য ও আবেদন সংগ্রহ করা হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, ‘তথ্য প্রদানকারীদের সুনির্দিষ্ট বিষয় ও প্রমাণাদিসহ (কাগজপত্র/অডিও/ভিডিও ইত্যাদি) আগামী ২৫ মার্চের মধ্যে অফিস সময়ে ব্যবসায় প্রশাসন বিভাগের অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় প্রয়োজনে গোপন রাখা হবে এবং তথ্য সংবলিত খামের উপর পরিচয় উল্লেখ না করলেও চলবে।’
এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিগত সময়ের অনিয়মগুলোর সুষ্ঠু তদন্তের জন্য আমাকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমরা অনিয়মের তদন্তে যারা তথ্য দিয়ে সহযোগিতা করতে চান, তাদের কাছ থেকে তথ্য নেব। প্রয়োজনে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।