বাহুবলে শিক্ষিকা খুনের বিচার দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৯:১৬ অপরাহ্ন

oplus_2
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিনারা আক্তারকে শ্বাসরোধ করে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে ইউএনওর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
নিহত শিক্ষক উপজেলা মহিলা জামায়াতের রুকন ছিলেন। তিনি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদের স্ত্রী।
মানববন্ধনে আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মিরপুর দাখিল মাদ্রাসা, ভুলকোট আদর্শ বিদ্যা নিকেতন, সানশাইন মডেল হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজ, মিরপুর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সানরাইজ হাই স্কুল, মিরপুর ইসলামি একাডেমি, করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠােেন এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ সুলতানের পরিচালনায় বক্তব্য রাখেন বাহুবল-নবীগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি শাহজাহান আলী, আমেরিকাস্থ বাহুবল সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী দুলাল, আলিফ সোহান চৌধুরী সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছাদিকুর রহমান, প্রভাষক আইয়ূব আলী, দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ কাজল, ভুলকোট আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক মিজানুর রহমান, মিরপুর ইসলামি একাডেমির প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান মাসুম, মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান অনু, মিরপুর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাফিজুর রহমান মাসুক, ছাত্রদল নেতা হেলাল মিয়া, দিলার এলাহী সাজু, জুয়েল মিয়া, নিহতের স্বামী আব্দুল আহাদসহ অনেকেই।