মৌলভীবাজারে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৮:১৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটির যুগপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সংগঠন এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর ডঃ আবু ইউসুফ মোহাম্মদ শেরউজ্জামান, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডঃ ফজলুল আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বারিন্দ্র চন্দ্র রায়, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর ভাইস প্রিন্সিপাল জাহেদ চৌধুরী, উপদেষ্টা ডাক্তার ছাদিক আহমদ, সমাজসেবী মনোয়ারা জমির ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা বেগম।
বিআইএস এর যুগ্ম মহাসচিব ওয়াসিম আহমেদ নিশান এর-সঞ্চালনায় শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারি মোজাম্মিল আহমদ। মোনাজাত পরিচালনা করেন গাজীপুর জেলার কাশিমপুর বাসিতিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মফিদুল হক, স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান কামরান চৌধুরী।