নসকস এর মেধাবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০১:১৩ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস’র) মতো সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক ফারুক আহমদ।
রোববার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে আয়োজিত সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) ৩৩ তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মোটিভেশনাল স্পীকার হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা: সাদিয়া জাহান মনি। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কনু মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান।
নসকস’র সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হোসাইন আহমদ’র পরিচালনায় দারুল ইহসান মডেল মাদ্রাসার শিক্ষার্থী লাবিব আহমদের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আতাউর রহমান, নসকস’র সাবেক সভাপতি রফিকুর রহমান, সীমান্তিক জনকল্যাণ সংস্থা ইছামতী বাজার’ সভাপতি ইলিয়াস আলী, নসকস’র সদস্য আজিজুর রহমান অলিল, এখলাসুর রহমান আবিদ, আব্দুল আলিম, আহমদ সাদী আজাদ, এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল ও মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির নসকস বৃত্তিপ্রাপ্ত ৪০ জন মেধাবী ছাত্রছাত্রীকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।