ছাতক সমিতির অভিষেক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০২:২২ অপরাহ্ন
ছাতক সমিতি সিলেট এর ২০২৫-২০২৬ কার্যনিবাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ‘অভিযাত্রা’ রোববার রাতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সম্পন্ন হয়েছে।
সিলেটস্থ ছাতক সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। অনুষ্ঠানে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ঘোষণা করেন ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা নাসিম হোসাইন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আনম ওহিদ কনা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ছানাওর আলী কয়েছ, সাবেক সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, উপদেষ্টা আব্দুল হান্নান, উপদেষ্টা রুহুল ফারুক, সমিতির সিনিয়র সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট মাছুম আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা, ছাতক সমিতির আজীবন সদস্য রশিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক বাস্তবায়ন কমিটির আহবায়ক কার্যনির্বাহী কমিটির সদস্য আশরাফুর রহমান চৌধুরী ও কমিটির সিনিয়র সহসভাপতি আবু তাহের মোঃ তারেক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটির সহসভাপতি এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, সায়েম আহমদ, এস,এম আমজাদ ও সম্পাদক রাহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সাদ্দাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আলী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক লিপি বেগম, আজীবন সদস্য সুয়েব আহমদ মুন্না প্রমুখ।
সভায় ৭১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সমিতির ২০২৪ সালের দ্বিবার্ষিক সম্মেলনে এর প্রধান নির্বাচন কমিশনার রুহুল ফারুক। সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য শহিদুল ইসলাম নোমান।
সভায় অভিষেক স্মারক অভিযাত্রার মোড়ক উম্মোচন করেন সম্মানিত অতিথিবৃন্দ। সবশেষে আপ্যায়নের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়। বিজ্ঞপ্তি