শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৩:৪১ অপরাহ্ন
জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, ভাষা আন্দোলন শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। আমাদের ভাষা শহীদরা অকাতরে জীবন দিয়ে প্রমাণ করেছেন মাতৃভাষার গুরুত্ব কতখানি। নতুন প্রজন্মকে অবশ্যই এই আত্মত্যাগের ইতিহাস জানতে হবে এবং ভাষার মর্যাদা রক্ষায় সচেতন হতে হবে।
তিনি সোমবার বিকেলে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইষ্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ শামসুল কবির।
সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শেখঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান, ব্যবসায়ী হোসেন আহমদ, সহ সভাপতি অ্যাডভোকেট রাব্বি হাসান তারেক, অফিস ও অর্থ সম্পাদক সাদমান হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ রুপম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মু. ফখর উদ্দিন, প্রতিষ্ঠাকালীন সদস্য জসিম উদ্দিন, আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন প্রমুখ। শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি