অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৬৩৯
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৫:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এছাড়া অন্যান্য মামলায় আরও ৯৯৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর এক বার্তায় জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬৩৯ জনের পাশাপাশি বিভিন্ন মামলায় ৯৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার ৬৩৯জনসহ সারাদেশে মোট ১৬৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলছে পুলিশ সদরদপ্তর।